
খুলনার ৫ উপজেলায় পুন:ভোটের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৯ দল। উপজেলাগুলো হচ্ছে- রূপসা, দাকোপ, বটিয়াঘাটা, তেরখাদা ও ফুলতলা।
রোববার দুপুর ৩টা ৪৫ মিনিটে ১৯ দলের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, সরকারি দল সমর্থিত প্রার্থী কর্তৃক কেন্দ্র দখল, পুলিং এজেন্টদের মারধর, প্রকাশ্যে জাল ভোট এবং প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে উপজেলাসমূহে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি। যার কারণে আমরা পুন:ভোটের দাবি করছি। এ দাবিতে সোমবার এসব উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।