
বিশ্ব পানি দিবস আজ। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে- পানি এবং জ্বালানি।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশসহ নিরাপদ পানির দাবিতে পৃথিবী জুড়ে পালিত হচ্ছে দিনটি। নিরাপদ পানি, পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন ইত্যাদি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করে তোলাই পানি দিবসের লক্ষ্য।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির উৎসস্থলের প্রতি যত্নবান হওয়া এবং নিরাপদ পানির সংস্থানের বিষয়টি জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খুব গুরুত্বপূর্ণ। দেশের উত্তরাঞ্চলসহ অনেকস্থানে এক কলস বিশুদ্ধ পানির জন্য রয়েছে হাহাকার। খোদ রাজধানীসহ বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকায়ও পানি সরবরাহ ব্যবস্থা প্রশ্নবিদ্ধ।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৮ জানুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে ২২ মার্চ আন্তর্জাতিক পানি দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।
কেএফ