
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এ পর্যন্ত ইংল্যান্ড ১৫ ওভার ৪ বল খেলে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে। এর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেনডন ম্যাককালাম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
তাদের পরিসংখ্যানে দেখা যায়, দুই দলই এ পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। আর ১১টির মধ্যে ৭টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। ৩টি জয় ব্লাক ক্যাপসদের।
নিউজিল্যান্ড দলঃ কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ব্রেনডন ম্যাককালাম, রস টেলর, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, ও মিশেল ম্যাকক্লেঘান, নাথান ম্যাককালাম, টিম সউদি ও কাইল মিলস।