
দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাকের ধাক্কায় তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ছাত্রের নাম সুমন (৯)। সে বোচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জবেদ আলীর ছেলে। সে শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনিতে পড়ত।
জানা যায়, সকাল সাড়ে ৮ টার সময় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বীরগঞ্জ থেকে আসা পীরগঞ্জ অভিমূখী একটি ট্রাক পেছন দিক থেকে সুমনকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে সুমনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরকে/সাকি