
দক্ষিণ কেরানীগঞ্জে মহুরি পট্টির আমিনপাড়া এলাকায় একটি প্যান্টের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার মালিকসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাসের চুলা থেকে এ আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিদগ্ধরা হলেন- কারখানার মালিক জাহাঙ্গীর হোসেন (৩৫), শ্রমিক শাহাদাত হোসেন (৬০), দুলাল হোসেন (২০) ও মোহাম্মদ রাজিব।
আগুন লাগলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
কেএফ