
খালেদা জিয়া মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে দলে টেনে নিয়ে রাজনীতি করছেন। তাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক হতে পারে না।
শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদে মাদারীপুর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালিত হতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনা করবে না, বাংলাদেশের মানুষ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক সাইদুল বাশার টফি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাজাহান হাওলাদার প্রমুখ।
এএসএ/সাকি