কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

madaripur

madaripurস্কুল ও মাদ্রাসার মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে মাদারীপুরের কালকিনি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন কয়ারিয়া ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন কৃতি শিক্ষার্থীকে আড়াই লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেছে।

শনিবার সকালে কয়ারিয়া ইউপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সাবেক সচিব মো. মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মো. জিয়াবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান, আলাউদ্দিন খান, সাইয়েদ মাসুদ রানা, আমিনুল ইসলাম, কাজী ইদ্রিসুর রহমান, কুতুবুদ্দিন আইবেক, খালেক মাষ্টার ও আ.লতিফ।

এএসএ/সাকি