
এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লো নেদারল্যান্ডের নবীন ব্যাটম্যনরা। বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রথম পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের সাথে মাত্র ১৩ ওভারে ১৯টি ছয় মেরে এ রেকর্ডটি গড়লেন তারা।
শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এই দুর্দান্ত রেকর্ডের মালিক হয় নেদারল্যান্ড।
এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১৮টি ছক্কা মারার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে এ রেকর্ডটি হয়েছিল। আর তৃতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড দক্ষিণ আফ্রিকার ১৭টি । তারা ২০০৯ সালে সেঞ্চুরীয়ানে ইংল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড তৈরি করেন।
অস্ট্রেলিয়ার ১৮ ছক্কার রেকর্ডটিতে এ্যারন ফ্রিঞ্জ একাই মেরেছিলেন ১৪টি ছক্কা। আর নেদারল্যান্ডের আজকের রেকর্ডে দলের তিন ব্যাটসম্যান সম্মিলিত ভাগ বসিয়েছেন এ ম্যাচে সাতটি করে ছয় মারেন মাইবার্গ ও টম কুপার। আর বোরেন তিনটি ও ব্যারেসি দুইটি ছক্কা হাকান।
এইউ নয়ন