
স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের দেড় বছর বয়সী ছেলেকে পুকুরে ফেলে হত্যা করেছে রিক্তা বেগম (২৪) নামে এক গৃহবধূ।
শুক্রবার ভোরে নড়াইল জেলার সদর উপজেলায় পাইকমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ ওই গ্রামের জসিম কাজী ও রিক্তা বেগমের ছেলে।
জানা গেছে, কয়েকদিন ধরেই জসিমের সঙ্গে রিক্তার কলহ চলছিল। আজ ভোরে রিক্তা বেগম আবদুল্লাহকে ঘুম থেকে তুলে বাড়ির পাশে পুকুরে ফেলে পালানোর চেষ্টা করেন।
এ সময় স্থানীয়রা তাকে জিজ্ঞেস করলে ছেলেকে পানিতে ফেলার কথা জানান তিনি। পরে এলাকাবাসী পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
রিক্তা বেগমকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান সদর থানা পুলিশ।
সাকি/