ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারে স্থান করে নিয়েছে ‘এ’ ক্যাটাগরির দশটি কোম্পানি। তালিকার শীর্ষে রয়েছে এই ক্যাটাগরির আইপিডিসি। আগের সপ্তাহের চেয়ে এই কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১৩ দশমিক ১১ শতাংশ। প্রতিদিন গড়ে লেনদেন করেছে কোম্পানিটি ৪৪ লাখ ৫৯ হাজার টাকার। আর পুরো সপ্তাহে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে এক কোটি ৭৮ লাখ ৩৬ হাজার টাকার।
ন্যাশনাল টিউবসের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৮ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা। প্রগতি ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। এই শেয়ারের পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৮৭ লাখ ১ হাজার টাকা।
রেনউইক যজ্ঞেস্বরের ৬ দশমিক ৮৬ শতাংশ, গ্লাক্সো স্মিথক্লাইনের ৬ দশমিক ৫৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ দশমিক ৩৪ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ০১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের ৫ দশমিক ৫৩ শতাংশ, ঢাকা ব্যাংকের ৫ দশমিক ৪৮ শতাংশ এবং সেকেন্ড আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৬০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
অর্থসূচক/এমআরবি/