দেখে মনে হতে পারে, ইকান বেটাহ নামের মাছটি উড়ে বেড়াচ্ছে। কিন্তু না, মাছটি আসলে ভাসছে। এক থাই ফটোগ্রাফার বিশেষ কৌশল ব্যবহার করে ভাসমান মাছের এই উড়ন্ত ছবি ক্যামেরা বন্দী করেছেন।