
আগামি ২৩ মার্চ ঝিনাইদহের হরিণাকুণ্ডে উপজেলা নির্বাচন। এখানে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে গ্রামে গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া ততই যেন বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম ও হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর ইউনিউনের চেয়ারম্যান অ্যাড এম এ মজিদ। মূলত এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই নির্বাচনে স্থানীয় জামায়াত বিএনপিকে সমর্থন জানিয়েছে।
গোয়েন্দা ও প্রশাসন সুত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার ৬২টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ভোটের দিন এসব কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করছেন প্রার্থীরা।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোর মধ্যে রয়েছে- চাঁদপুর ইউনিয়নের মোকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর, পোড়াহাটী, তোলা, শ্রীফলতলা, গাড়াবাড়িয়া, ফলসি ইউনিয়নের কুলবাড়িয়া, কাপাশহাটিয়া ইউনিয়নের ভাতুড়িয়া, ঘোড়াগাছা, শিতলী, শাখারীদহ, দৌলতপুর ইউনিয়নের ফতেপুর, দখলপুর, কেবি একাডেমি, সোনাতনপুর, রিশখালী, গোবরাপাড়া, হিঙ্গেরপাড়া, তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামের দুইটি, নারায়নকান্দি, তাদেরহুদা, জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী, লালন একাডেমী, ভায়না ইউনিয়নের তৈলটুপি, বাকচুয়া, দোবিলা, কালিশংকরপুর ও হরিণাকুণ্ডু পৌরসভার শুড়া রেজি প্রাথমিক বিদ্যালয়, চটকাবাড়িয়া এবং মান্দারতলা জোড়াপুকুরিয়া ভোটকেন্দ্র।
কেএফ