
জাপান থেকে রেল ব্যবসা যুক্তরাজ্যে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে হিটাচি। এই লক্ষ্যে রেল শাখার কার্যালয় টোকিও থেকে লন্ডনে সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতি বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিটাচি টেলিভিশন থেকে শুরু করে নিউক্লিয় প্লান্ট নির্মাণের কাজ করে থাকে।
হিটাচির ধারণা, এই স্থানান্তরের ফলে প্রতিষ্ঠানটির মুনাফা ১০০ কোটি ইউরো মতো বেড়ে যাবে। পাশাপাশি ১৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য সরকারের বুলেট ট্রেন তৈরির কাজ পায়। ১২০ কোটি ইউরোর এই প্রকল্পটির কাজ আগামি বছর শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু বিদেশি প্রতিষ্ঠানকে ট্রেন নির্মাণের মত কাজের দায়িত্ব দিয়ে দেশের ভিতরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার।
বাজার বিশেষজ্ঞদের ধারণা, এই বিতর্ককে ধামাচাপা দেওয়ার জন্য হিটাচির রেল শাখার কার্যালয় লন্ডনে সরিয়ে নেওয়া হচ্ছে।
তবে হিটাচির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার।