রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

  • Emad Buppy
  • March 20, 2014
  • Comments Off on রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
rajshahi

rajshahiকারাবন্দি পাঁচ ট্রাকচালকের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট পালন করছে রাজশাহী জেলা মোটর, ট্রাক ও ট্র্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন।

এদিকে ধর্মঘটের ফলে রাজশাহী থেকে রাজধানী ঢাকাসহ সব রুটের বাস, ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, প্রশাসনের পক্ষ থেকে কারাবন্দী ট্রাক চালকদের ব্যাপারে বার বার সমঝোতার কথা বলা হলেও আশানুরূপ সাড়া মেলেনি। এরই প্রেক্ষিতে রাজশাহীতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

উল্লেখ্য,গত ১১ মার্চ রাজশাহী মহানগরীর সিমলা ও পবার সোনাইকান্দি এলাকার দুইটি বালুমহলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে পদ্মানদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ম্যানেজার ও পাঁচ ট্রাক চালককে এক মাস করে কারাদণ্ড দেয় আদালত।

কেএফ