মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন ট্রেডিং কোড ‘MTB’

  • mukto rani
  • March 20, 2014
  • Comments Off on মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন ট্রেডিং কোড ‘MTB’
mutual trust bank

 mutual trust bankএখন থেকে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ট্রেডিং হবে ‘MTB’ কোডে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)পরিচালনা পর্ষদ এই কোডের অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এই ট্রেডিং কোড কার্যকর হবে আগামি ২৩ মার্চ, রোববার থেকে। এর আগে এই ব্যাংকের ট্রেডিং কোড ছিল ‘MTBL’। এছাড়া এই ব্যাংকের শেয়ার লেনদেন সংক্রান্ত অন্যসব তথ্য একই রয়েছে।

অর্থসূচক/এমআরবি/