
কৃষকরা যাতে লাভবান হয় সেদিক বিবেচনা করে বোরো ধান ও চালের দাম নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে ২০ টাকা কেজি ধরে ধান এবং ৩১ টাকা কেজি দরে চাল কিনবে সরকার যা গত মৌসুমের চেয়ে দুই ও দেড় টাকা বেশি। গত বছর বোরো মৌসুমে ২৯ টাকা কেজি দরে বোরো চাল এবং সাড়ে ১৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করেছিল সরকার।
তিনি বলেন, আসছে ১ মে থেকে চার মাসে সরকার মোট ১০ লাখ টন চাল এবং দেড় লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। আর এ বছর প্রতিকেজি বোরো ধানের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ১৭ টাকা, চালের খরচ পড়েছে সাড়ে ২৬ টাকা। এ বছর ১ এপ্রিল থেকে তিন মাসে সরাসরি কৃষকদের কাছ থেকে দেড় লাখ টন গম সংগ্রহ করা হবে। এজন্য কেজিতে ২৭ টাকা দাম পাবেন কৃষকরা। সরকারিভাবে ধান, চাল ও গম সংগ্রহের ফলে বাজারে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রী জানান, এবার এক কোটি ৮৯ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আমন মৌসুমে উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন বেশি।
এ সময় অন্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।