
তাজরিন ফ্যাশনের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিল করে ১৫ দিনের মধ্যে হাকিম আদালতে আত্মসমপর্নের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার মাহমুদা আক্তারের জামিন পুনর্বিবেচনায় রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয় ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাজতি পরোয়ানা দিয়ে মাহমুদা আক্তারকে কারাগারে পাঠান। এরপরে ১০ ফেব্রুয়ারি মুখ্য বিচারিক হাকিম মামলায় হাজিরা দেওয়া শর্তে এক মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিল চেয়ে গত ১২ ফেব্রুয়ারি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে একটি আবেদন করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।