দুই সপ্তাহ ধরে নিখোঁজের পর অবশেষে সন্ধান মিলেছে মালয়েশিয়ান বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের। ১২ দিন ধরে যখন ২৬ টিরও বেশি দেশ এই বিমানকে খোঁজাখুজির জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ান উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার এনবিসিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ অনুসন্ধানের পর বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা হাল ছেড়ে দিতে বসেছিল। অনেকেই অনুমান করছিল বিমানটি হয়তো ছিনতাই হয়েছে। কিন্ত শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান অনুসন্ধানকারীরা জানিয়েছে, দক্ষিণ ভারত সাগরের কাছাকাছি নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের দুইটি ভাসমান বস্ত খুঁজে পেয়েছে তারা। তারা বলছে, এটি কোনো ছিনতাই ঘটনার সাথে জড়িত নয়। রাডার বন্ধ হয়ে যাওয়ার পর এটি ভারত সাগরেই বিধ্বস্ত হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এবট জানান, খোঁজাখোঁজির এক পর্যায়ে তাদের স্যাটেলাইটে এই ধ্বংসাবশেষের কিছু ছবি পাওয়া যায়। তিনি বলেন আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন মালয়েশিয়ার সরকারকে। তবে হারিয়ে যাওয়ার বিমানের যাত্রীদের ব্যাপারে কোন মন্তব্য করেননি তিনি।
প্রসঙ্গত, বিমানটি চীনের উদ্দেশ্য ৮ মার্চ শনিবার স্থানীয় সময় ২টা ৪০ মিনিটে কুয়ালালামপুর থেকে ছেড়ে যায়। কিন্ত ১০টা ৩০ মিনিটে এটি বেইজিং-এ পৌঁছানোর কথা থাকলেও এটি পৌঁছায়নি। ভিয়েতনামী সরকারের ওয়েবসাইটে জানানো হয়, দক্ষিণ ভিয়েতনামের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটির রাডার বন্ধ হয়ে গিয়েছিল।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে তারা। ৫ জন শিশুসহ ২২৭ জন যাত্রী, এবং ১২ জন ক্রু নিয়ে বিমানটি যাত্রা শুরু করেছিল।
এস রহমান/