মুন্সীগঞ্জে ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৭ জন।
মঙ্গলবার বিকেলে সদরে পন্ঞ্চসার ইউনিয়নে বনিক্যপাড়া বালুর মাঠে ভট্টাচার্য্যের-বাগ বন্ধুমহল ও ডিঙ্গাভাঙ্গা চয়নিকা ক্রীড়া চক্রের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালীন অবস্থায় গতকাল বিকাল ৫টায় ডিঙ্গাভাঙ্গার একজন খেলোয়াড় প্রতিপক্ষের একজনকে ধাক্কা মারে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকলে ডিঙ্গাভাঙ্গার সন্ত্রাসীরা হঠাৎ তাদের ওপর হামলা চালায়। তারা একটি দেশিয় ম্যাগজিন পিস্তল, দুটি রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলেন- শুভ (১৯), রাসেল (২২), হাসান (১৯), পাভেল (২৪) শহিদুল্লাহ (২৬), রবিন (১৮), বিজয় (১৯)।
ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান ও স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার সুষ্ঠু সুরাহা করা হবে এবং সংঘর্ষের কারণে পরবর্তী খেলায় যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয় হবে বলে জানান তিনি।
কেএফ