
প্রযুক্তির ঘাড়ে চেপে মানুষ অসাধ্য সাধন করছে। আর উদ্ভাবন করছে এমন যন্ত্রপাতির যা বাস্তবকেও কল্পনাময় করে তুলছে। এরই ধারাবাহিকতায় ভার্চুয়াল রিয়ালিটি সুবিধা সম্পন্ন হেডসেটের আর্বিভাব ঘটেছে কয়ক বছর আগে। এবার সাধারণের দোর গোড়ায় এই প্রযুক্তিকে পৌঁছে লক্ষ্যে ‘মরফেয়াস’ নামের বিশেষ ধরনের হেডসেট তৈরি করেছে সনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ডেভেলাপারস কনফারেন্সে হেডসেটটি প্রদর্শন করা হয়। খবর বিবিসির।
সনি জানিয়েছে, হেডসেটটি ভার্চুয়াল রিয়ালিটি ঘরানার নব্য সংস্করণ। এর সাহায্যে প্লে-স্টেশন ফোরে মজাদার সব গেম খেলা এবং স্বাপ্নিক বাস্তবতার অভিজ্ঞতা আহরণ করা যাবে।
হেডসেটটর সম্মুখভাগে একটি বিশেষ ধরনের ডিসপ্লে রয়েছে যার মাধ্যমে গেম খেলার সময় ভার্চুয়াল বাস্তবতার পরিবেশ তৈরি হবে। এই ডিসপ্লেটি ১০৮০ মেগাপিক্সেলের এবং ৯০ ডিগ্রি ফিল্ড অব ভিউ সুবিধা সম্পন্ন। এর সেন্সর খুব দ্রুত ব্যবহারকারীর মাথার নড়া-চড়া বিশ্লেষণ করে উপযুক্ত আদেশ গ্রহণ করবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভার্চুয়াল রিয়ালিটির অনুষঙ্গগুলোই আগামি দিনের গেমিংয়ে নেতৃত্ব দিবে। তাই এখন থেকেই বাজার দখলের উদ্দেশ্যে মরফেয়াসের উদ্ভাবন ঘটিয়েছে সনি।