বীরগঞ্জে মন্দির থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধার

পেট্রোল বোমা
পেট্রোল বোমা
ফাইল ফটো

দিনাজপুরের বীরগঞ্জের কলেজপাড়া দুর্গা মন্দির থেকে বুধবার সকালে চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বীরগঞ্জ কলেজপাড়া দুর্গামন্দিরে প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় কালীমন্দিরে পূজা সম্পন্ন করে চলে যায় পুরহিদ ও ভক্তরা।  বুধবার সকালে মন্দির ঝাড়ু দিতে গেলে সেভেন আপের চারটি বোতলে লাল টেপ মোড়ানো অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে মন্দিরের সভাপতি রতন ঘোষ পিযুষ থানায় সংবাদ দিলে বীরগঞ্জ থানা পুলিশ এসে উক্ত বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, যুবলীগের সভাপতি নূরিয়াস সাঈদ, থানা বিএনপি সম্পাদক জাকির হোসেন ধলু, সাবেক ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্ম্মাসহ স্থানীয় ব্যক্তিবর্গ ওই স্থান পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন জানান এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য কে বা কারা বোমাগুলি রেখে গেছেন। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

আরকে/সাকি