প্রস্তুতি ম্যাচেই ফাইনালের উত্তেজনা

Australia-vs-New-Zealand-Cricket-Matchটি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে ফাইনালের উত্তেজনা নিয়ে আসলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চার-ছক্কার ঝনঝনানি যেন স্বাভাবিক বিষয়ে পরিনত করলেন উভয় দল। অসিদের করা ২০০ রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত ব্যাট করে জয়ের কাছে গিয়েও দুর্ভাগ্যজনকভাবে ৩ রানে হার মানতে হলো ব্লাক ক্যাটদের।

স্কোর

অস্ট্রেলিয়া : ২০০/৭ –২০ ওভার

নিউজিল্যান্ড : ১৯৭/৯- ২০ ওভার

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলি  ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন। প্রথমে  ব্যাট করতে এসে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার  ও অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার মাত্র ২৬ বলে ৬৫ রানের ও ফ্রিঞ্জ ২২ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস খেলেন। তার দু’জন প্রথম উইকেটের জুটিতে ১১৩ রান তুলার পর বড় রান করাটা অনেকটাই সহজ হয়ে যায় ক্যাঙারুদের কাছে৷ তাই শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান তোলে তারা৷

জবাবে ব্যাট করতে নেমে ভালোই ঝমিয়ে তুলেন কিউইরা৷ ব্যাট হাতে সফল ওপেনার মার্টিন গুপ্তিল৷ তিনি ৪টি ছয় এবং ৫টি চারের সাহায্যে ৩৪ বলে ৬২ রান করেন ৷ বাকী ব্যাটস ম্যানরা কম বড় স্কোর না করলেও কম বলে বেশি করেন সবাই। কিন্তু ১৮ ওভারে ১৮৮ রানে ৬ উইকেট পড়ার পর ভেঙ্গে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস।  শেষ ১০ বলে জয়ের জন্য ১২ রানের প্রয়োজন হলে  টেলএন্ডারদের ব্যর্থতায় আরও তিন উইকেট হারিয়ে মাত্র  ৮ রান সংগ্রহ করে দলটি। ফলে জয়ের কাছাকাছি এসেও ম্যাচ জেতাটা শেষপর্যন্ত সম্ভব হয়নি ম্যাককালামদের৷

এইউ নয়ন