পৃথিবীর সেরা বেলাভূমি ‘বাইয়া ডি সানচু’

  • syed baker
  • March 18, 2014
  • Comments Off on পৃথিবীর সেরা বেলাভূমি ‘বাইয়া ডি সানচু’
Baia-Do-Sancho
Baia-Do-Sancho
বাইয়া ডি সানচু

চোখের সামনে আদিগন্ত নীল জলরাশি হারিয়ে যাওয়া মানুষের চিরন্তর ইচ্ছান মধ্যে অন্যতম। তাই কোটি কোটি ভ্রমণপিয়াসী মানুষের পদচারণায় প্রতিনিয়ত মুখরিত হয়ে ওঠে পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা বেলাভূমিগুলো। এদের একটির সৌন্দর্য অন্যটির চেয়ে সম্পূর্ণ আলাদা। আবার একই বেলাভূমি একেক জনের কাছে একেক রকম ভাবে ধরা দেয়। তাই সেরা পৃথিবীর বেলাভূমি নির্ধারণ করা সত্যিই দুরহ ব্যাপার।

তারপরেও অবসর যাপনের উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে পড়া মানুষে সুবিধার্তে বিশ্বের প্রতিবছর পৃথিবীর সেরা বেলাভূমি নির্ধারণ করে আসছে ট্রিপ অ্যাডভাইসর এক মার্কিন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচাল জরিপে এবারের সেরা বেলাভূমি নির্বাচিত হয়েছে ব্রাজিলের বাইয়া ডি সানচু।

বেলাভূমিটি ব্রাজিল হতে বিচ্ছিন্ন আটলান্টিক দ্বীপ ফার্নান্ডো ডি নরেনহাতে অবস্থিত। সাগর আর পাহাড় মিলে বেলাভূমিটিকে অসাধারণ এক রূপ দান করেছে যা সরাসরি না দেখলে বিশ্বাস করা যাবে না।

ট্রিপ অ্যাডভাইসর প্রণীত ক্রমে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাজ্যের মালিকানাধিন গ্রেস বে এবং তৃতীয় স্থানে রয়েছে পুয়ের্তো রিকোর ফ্লামেনকো বিচ।

গ্রেস বে
গ্রেস বে
flamenco-beach-playa
ফ্লামেনকো বিচ