চীনে দেড় হাজার বছরের পুরোনো কফিন উদ্ধার

  • syed baker
  • March 18, 2014
  • Comments Off on চীনে দেড় হাজার বছরের পুরোনো কফিন উদ্ধার
coffin1

coffin1উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অঞ্চলের চারণভূমির এক সমাধি থেকে পুরানো কফিন উদ্ধার করেছে চীনের প্রত্নতত্ত্ববিদরা। ৩৩ ফুট গভীরে একটা গর্তে কফিনটি পাওয়া যায়। গোপনে সমাধি খননকারী লোকদের কাছ থেকে কফিনটি উদ্ধার করা হয়। এটি প্রায় দেড় হাজার বছরের পুরানো বলে জানিয়েছে প্রত্নতত্ত্ববিদরা। খবর বিবিসির।

চীনের একটি দৈনিক সংবাদ মাধ্যম জানায়, পাইন কাঠের তৈরি কফিনটি ৩৮৬-৫৩৫ সালের মধ্যবর্তী সময়কার বলে মনে করা হয়।

কফিনটির ভিতরে প্রত্নতত্ত্ববিদরা একজন অভিজাত মহিলার মরদেহ খুঁজে পেয়েছেন। মরদেহটি সিল্কের কাপড় দিয়ে মোড়ানো ছিল। মহিলার পরনে লোমযুক্ত চামড়ার জুতা ও চুলবাঁধা জন্য ধাতুর তৈরি ব্যান্ড ছিল। এছাড়া সমাধির ভিতর থেকে তারা তীর ছোড়ার যন্ত্র, ছোরা, মাটির তৈরি কলসি ও বাটি উদ্ধার করেছেন। মরদেহটি কিভাবে এত ভালভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষনা করছেন।

ওই সময়ে চীনের উত্তরাঞ্চলে বসবাসরত জিয়ানবি যাযাবর গোষ্ঠীর অন্ত্যেষ্টিক্রিয়ার রীতি কি ধরনের ছিল তা নিয়েও গবেষণা করছেন প্রত্নতত্ত্ববিদরা। এছাড়া মহিলার বয়স ও খাদ্যাভাস কি ছিল তা জানার জন্য চুলের নমুনা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।