কুবির নবীনবরণ ও প্রথম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বরণ ও প্রথম ব্যাচকে বিদায় জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগ। মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লোক প্রশাসন বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।

এ সময় অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ। এছাড়া লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মাসুদা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপী দাস, রেজিষ্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. আহসান উল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে কুবি শিক্ষক সমিতির সহ-সভাপতি রশিদুল ইসলাম শেখ, প্রক্টর আইনুল হক, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ লোক প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, “আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কারণ আমি আজ লোক প্রশাসন বিভাগের একটি ব্যাচকে স্নাতকোত্তর পর্যায় শেষ করে বিদায় জানাচ্ছি ও নতুন একটি ব্যাচকে বিশ্ববিদ্যালয়ে বরণ করে নিচ্ছি।”

তিনি আরো বলেন “আমি আশা করব তোমরা যারা আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোক্তর ডিগ্রি নিয়ে যাচ্ছ তারা দেশ-বিদেশে বিভিন্ন সেক্টরে যোগদান করে বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জল করবে ও বিশ্ব দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম-সুখ্যাতি অটুট রাখবে ও নতুন ভাবে পরিচিত করবে। এছাড়া যারা নবীণ, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ও ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয় ও নিজেদের পরিবারের সম্মান বৃদ্ধি করবে।”

এদিকে অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের ছাত্র মাহমুদুর রহমান মাসুম ও ২য় ব্যাচের ছাত্র মাহিন উদ্দিন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলো নিজ উদ্দ্যোগে নতুনদের বরণ করে নেয়।

আরএম/সাকি