ইসবগুলের ভুষি খেয়ে দুজনের মৃত্যু

ইসবগুলের ভুষি

ইসবগুলের ভুষিদিনাজপুর শহরে ইসবগুলের ভুষির সরবত খেয়ে বিষক্রিয়ায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সরবত খেয়ে অসুস্থ্য আরও এক নারীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন দিনাজপুর শহরের উত্তর কাঞ্চন কলোনী এলাকার মৃত. আব্দুল জাবেদের স্ত্রী দিলারা জাহান (৬৫) ও তার বাড়ির ভাড়াটিয়া শাহাজাহান আলীর স্ত্রী জুলেখা বেগম (৬০)।

আটককৃতরা হলেন দিলারা জাহানের বাড়ির ভাড়াটিয়া কোহিনুর বিথি (৩৫) ও তার স্বামী দুলাল (৪০)।

জানা যায়, কয়েকদিন আগে সরবত করার জন্য দিলারা জাহানের ভাড়াটিয়া দুলাল সজিব কোম্পানির ২ প্যাকেট ইসবগুলের ভূষি নিয়ে আসে। এর একটি প্যাকেট গত শনিবার তার স্ত্রী কোহিনুর বিথি খায়। গতকাল সকালে অপর একটি প্যাকেটের সরবত পান করে দিলারা জাহান ও তার বাড়িতে ভাড়া থাকা শাহাজান আলীর স্ত্রী জুলেখা বেগম (৬০) ও নসু মিয়ার স্ত্রী ময়না (৪০)। সরবত খাওয়ার কিছুক্ষণ পরে তাদের কাছে খারাপ লাগা শুরু করলে দিলারা জাহান ও ময়নাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জুলেখা বেগমকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের ভর্তি করা হয়। ভর্তি করার কিছুক্ষণ পরেই দিলারা জাহান মারা যায় এবং বিকেলে জুলেখা বেগম মারা যায়।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) হিফজুল আলম মুন্সি জানিয়েছে, ঘটনা জানার পরপরেই ২ জনকে আটক এবং ভেজানো ইসবগুলসহ প্যাকেট জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরকে/সাকি