
দিনাজপুরের হাকিমপুরে বিএনপি ও জাতীয় পার্টির পাঁচ নেতা-কর্মী আ.লীগে যোগদান করেছে।
আ.লীগ খট্টা মাধবাপাড়া ইউপি দলীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বিএনপি ও জাতীয় পার্টি খট্টা মাধবপাড়া ইউনিয়ন শাখা কমিটির নেতা আ. কাফী, মতিয়ার রহমান, আতিয়ার রহমান এবং জাতীয় পার্টির নেতা মজিবুর রহমান ও সোহরাব হোসেন আ.লীগ খট্টা মাধবপাড়া ইউনিয়ন শাখা কমিটিতে যোগদান করেন।
এ উপলক্ষ্যে খট্টা মাধবপাড়া ইউনিয়ন আ. লীগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সাংসদ সদস্য শিবলী সাদিক ফুল দিয়ে ওই ৫ নেতা-কর্মীকে আ.লীগে বরণ করে নেন।
আ.লীগে যোগ দেওয়া নেতা-কর্মীরা জানান, বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যে সম্পৃক্ত হতেই তারা আওয়ামী লীগে যোগদান করেন।
এসআরএস/সাকি