
আদালত অবমাননার দায়ে প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ সাজার রায় দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে আদালত অবমাননার দায়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে অভিযু্ক্ত করে এই রায় দেন। রায়ে শুনানির পাঁচ দিনে আদালতে তার হাজিরাকে কারাদণ্ড হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত দুটি লেখা নিয়ে গত ২ মার্চ পত্রিকাটির সম্পাদক ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনা হয়।
রায়ে বিচারক বলেন, সংবাদপত্রে এমন কোনো নিবন্ধ ছাপা যাবে না যা আদালতের সম্মানহানী ঘটে এবং মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করে।