রোববার ঢাকা ব্যাংকের পর্ষদ সভা

  • mukto rani
  • March 12, 2014
  • Comments Off on রোববার ঢাকা ব্যাংকের পর্ষদ সভা
Dhaka-Bank-Limited

Dhaka-Bank-Limitedপুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামি ১৬ মার্চ, রোববার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠকে এই ব্যাংকের শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য ২০১৩ সালে এই ব্যাংক নয় মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৭৮ পয়সা।

২০১২ সালে এই ব্যাংকের শেযারহোল্ডারদেরকে ১৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো। ওই বছর শেষে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ১ টাকা ৬৯ পয়সা। একই বছরে নয় মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিলো ১ টাকা ০৭ পয়সা।

‘এ’ ক্যাটাগরির এই ব্যাংকটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ২১ দশমিক ২৫।

এমআরবি/