
বিনা অপরাধে ৩০ বছর কারাগারে কাটানোর পর মুক্তি পেলেন এক মার্কিনী। শুধু তাই নয়, খুনের অপরাধে ২৫ বছর আগে মৃত্যুদন্ডের সাজাও হয়েছিল তার। খবর বিবিসির।
৬৫ বছর বয়স্ক এই ভুক্তভোগীর নাম গ্লেন ফোর্ড। ১৯৮৩ সালে এক স্বর্ণকারকে খুনের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে মিথ্যা সাক্ষ্যের পরিপ্রেক্ষিতে ১৯৮৮ সালে মামলার রায়ে তাকে মৃত্যুদন্ড প্রদান করে মার্কিন আদালত।
কিন্তু সম্প্রতি আদালত খুন হওয়ার সময় তার অনুপস্থিতির প্রমাণ খুঁজে পায়। এছাড়াও গ্লেনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী তার দোষ স্বীকার করায় গ্লেনকে বেকসুর খালাসের আদেশ দেয় আদালত।
মার্কিন গণমাধ্যম জানায়, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিনা দোষে সবচেয়ে বেশি কারাবাসের ঘটনা।
মুক্তি পেয়ে গ্লেন জানান, ৩০ বছর। অনেক দীর্ঘ সময়। তারপরেও ভালো লাগছে।
তিনি জানান, এই সময়ের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে। জীবনে অনেক কিছু পরিস্থিতির ফাঁদে পড়ে করতে পারেননি তিনি। বিশেষ করে নিজের সন্তানদের কাছে থেকে দূরে থাকাটা তাকে কষ্ট দেয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিনা দোষে জেল কাটার জন্য প্রতি বছরের বিপরীতে ২৫ হাজার মার্কিন ডলার হিসেবে সর্বোচ্চ আড়াই লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণের বিধান রয়েছে।
তবে, জীবনের সব অপ্রাপ্তি টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন গ্লেন।