

প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষ হয়েছে। আগামি বৃহস্পতিবার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি নাঈমা হায়দায় ও জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আদালত।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। এরপর আদালত অবমাননার অভিযোগে ২ মার্চ প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে মিজানুর রহমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রথম আলোর পক্ষে শাহ্দীন মালিক শুনানি করেন। রোকনউদ্দিন মাহমুদ, আহসানুল করীমসহ অন্য আইনজীবীরা অভিযোগের পক্ষে শুনানি করেন।