
মাত্র ১১ মাস বয়সে অভিনয়ে হাতেখড়ি তার। এই পর্যন্ত প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। অভিনয় শৈলীতে দর্শক-সমালোচকের হৃদয় জয়ের পাশাপাশি জিতেছেন গিল্ড এবং গোল্ডেন গ্লোবসহ অসংখ্যা পুরস্কার। মার্কিন সিনেমা জগতে তার ব্যক্তিগত অর্জন শুধু নয়, বরং রয়েছে পারিবারিক ঐতিহ্যও। অথচ, এতকিছুর পরেও হলিউড রাণী ড্রিউ ব্যারিমোর মনে করেন, তিনি ভালো অভিনেত্রী নন। সম্প্রতি এন্টারটেইনমেন্ট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন সহজ স্বীকারোক্তি দিয়েছেন তিনি।
ব্যারিমোর বলেন, আমি মনে করি, আমি ভালো অভিনয় করতে পারি না। বরং নিজেকে ভন্ড মনে হয়।
ব্যারিমোর জানান, ব্যক্তিগত পর্যালোচনা থেকেই এমন ধারণা জন্মেছে তার মাঝে।
তিনি আরও জানান, স্টিভেন স্পিলবার্গের উপদেশই তাকে এতদূর নিয়ে এসেছে।
তিনি বলেন, স্টিভেন আমাকে বলেছিলেন চরিত্রগুলোক নিজের মত করে ফুটিয়ে তুলতে। এই উপদেশ ছাড়া আমি কখনোই এই অবস্থানে পৌঁছাতে পারতাম না।