বার্জার পেইন্টসের পর্ষদ সভা ১৬ মার্চ

  • mukto rani
  • March 10, 2014
  • Comments Off on বার্জার পেইন্টসের পর্ষদ সভা ১৬ মার্চ
Barger Paints

Barger Paintsবিবিধ খাতের বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামি ১৬ মার্চ, রোববার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক।  ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠকে এই ব্যাংকের শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য ২০১৩ সালে এই কোম্পানির নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৩১ টাকা ৩৯ পয়সা।

২০১২ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।  সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩২ টাকা ৪৬ পয়সা। একই বছরে নয় মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিলো ২ টাকা ২৮ পয়সা।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ২৩ দশমিক ২৩।

এমআরবি/