
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আওয়ামীলীগ নেত্রী শিউলি আজাদকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেওয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তার কর্মী সমর্থকরা।
শনিবার সকাল সাড়ে ১১টায় শিউলি আজাদের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে । এতে করে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা, সিলেট ও কুমিল্লাগামী বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সুষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের অনুরোধে বিক্ষুব্দ কর্মী সমর্থকরা অবরোধ তুলে নেয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামীলীগ নেতা মো. জয়নাল উদ্দিন তার বক্তৃতায় আজকের মধ্যে শিউলি আজাদকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার বিষয়টি পূনঃ বিবেচনা করা না হলে কাল সোমবার সরাইল উপজেলায় সকাল-সন্ধা হরতাল আহবানের হুমকি দেন।