চট্টগ্রামে পুলিশের অভিযানে আটক ২৪

আটক (ছবি: ফাইল ছবি)

arrestচট্টগ্রামের লোহাগাড়া, সীতাকুণ্ড ও সাতকানিয়া এলাকায় জামায়াত শিবিরের ২৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে করা নাশকতার মামলায় তাদের আটক করা হয়েছে বলে জানান  জানান সংলিষ্ট থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, সাতকানিয়া থেকে ১১ জন, সীতাকুণ্ড থানায় ৯ জন এবং লোহাগাড়া থেকে ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নাশকতার  একাদিক মামলা রয়েছে।

আকটকৃতদের সম্পর্কে যাচাই-বাছাই করে নিদোর্ষ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে বলে জানান সাতকানিয়া থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমান।