বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানন্তরের দাবিতে ফের তালা ঝুলিয়ে দিয়েছে হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টা থেকে ব্যাংক শাখার প্রধান শাখার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে থাকে তারা। তাদের বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে পড়ে এলাকা।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক এলাকার জনসন রোডের বিভিন্ন স্থানে টায়ার জ্বেলে সড়ক অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায়দরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত সড়কে যান চলাচল।
একই দাবিতে মঙ্গলবার ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দেয় তারা। ব্যাংক শাখার বিপরীতে অবস্থিত সমবায় ব্যাংকের একটি জায়গার সীমানাপ্রাচীর ভেঙে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ব্যানার লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর ও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে টানা আন্দোলন করে যাচ্ছেন। পরে শিক্ষকেরাও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।