
মানহানি মামলায় দৈনিক যায়যায়দিনের সম্পাদক মণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরীসহ ৪ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। রংপুর পীরগঞ্জের সাংসদ আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেছিলেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাদেরকে খালাস দেন।
মামলার আসামিরা হলেন- দৈনিক যায়যায়দিনের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, সম্পাদক কাজী রোকন উদ্দিন আহমেদ, প্রকাশক আবুল হোসেন মো. ফারুক এবং প্রতিবেদক সেগু মোস্তাফিজ।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৪ অক্টোবর দৈনিক যায়যায়দিনে ‘কালাম এমপি হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন’ এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের প্রতিবাদে ২৭ অক্টোবর রংপুর পীরগঞ্জের সাংসদ আবুল কালাম আজাদ ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেছিলেন।
কেএফ