ইউনিয়ন ক্যাপিটালের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ

ইউনিয়ন ক্যাপিটাল union capital dividend declaration

ইউনিয়ন ক্যাপিটাল union capital dividend declarationনন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ২০১৩ সালের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ প্রস্তাব অনুমোদন করা হয়। একই বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ৫৪ পয়সা। সে বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

আগামি ৩১ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।