আশুগঞ্জে বাল্যবিবাহ ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়াবাল্য বিবাহ প্রতিরোধ, পবিবার পরিকল্পনা মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা কমিটি ও সমাজ কর্মীদের অবহিতকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার ২৮জন সমাজ কর্মী অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ দত্ত, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম, প্রোগাম অফিসার শিখা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ খান, প্রাণী সম্পদ কর্মকর্তা তানিয়া আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফা জাহান, সমাজ সেবা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান, উপজেলা মৎস মো. শহীদুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেজিনা আরজু ও  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হোসাইন আহমদ প্রমুখ।

সাকি/