
সম্প্রতি লভ্যাংশ ঘোষণা করায় তুঙ্গে উঠে এসেছে ম্যারিকোর শেয়ার দর। রোববার ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮০ টাকা ২০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষ স্থানে রয়েছে।
বহুজাতিক এই কোম্পানিটি গত বৃহস্পতিবার শেয়ারেহাল্ডারদের জন্য ৫০০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।
বিশ্লেষকদের মতে, কোম্পানির লভ্যাংশ ঘোষণার খবর বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। আজ রোববার এই শেয়ারের প্রতি আগ্রহ বেড়ে যায় বিনিয়োগকারীদের। এতে এই শেয়ারের দরও বাড়তে থাকে।
রোববার কোম্পানিটির শেয়ার দর ১৮ দশমিক ৫৪ শতাংশ পর্যন্ত বাড়ে। এদিন কোম্পানির শেয়ার দর ১ হাজার ২০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত উঠানামা করে। সর্বেশষ দর ছিল ১ হাজার ১৪১ টাকা ৫০ পয়সা।
কোম্পানির ৩২ হাজার ৬৫০টি শেয়ার মাত্র ৪৬০ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩ হাজার ৬১ কোটি ১৭ লাখ টাকা।
এছাড়া গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানি গুলো হচ্ছে, আলহাজ্ব টেক্সটাইল, লিবরা ইনফিউশন, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস, এএমসিএল প্রাণ, মুন্নু স্টাফলার্স, বিডি ল্যাম্পস, রেনউইক যজ্ঞেস্বর এবং স্টাইল ক্রাফট।
এসএ/এমআরবি/