
মহাজোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান এবং রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হককে তাদের সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার কমিশনের সভায় তাদেরকে এ নোটিশ দেওয়ার সিদ্বান্ত হয়।
দুদক সূত্র জানায়, দুই একদিনের মধ্যে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হবে।
এই তিনজনই নবম এবং দশম সংসদের সদস্য। এদের মধ্যে রুহুল হক ও মাহাবুবুর রহমানকে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করে দুদক। এরপর তাদের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হয়। আর এনামুল হককে জিজ্ঞাসাবাদ না করে তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে জমা দেয় অনুসন্ধানকারী কর্মর্তারা।