
সারাদেশের ন্যায় বিভাগীয় শহর রাজশাহীতেও শুরু হয়েছে সপ্তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার বিকেলে রাজশাহী লেখক পরিষদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক এ উৎসবের উদ্বোধন করেন।
উৎসব উপলক্ষে বিকালে মহানগরীর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহানগরীর বড়কুঠি পদ্মাপাড়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনায় অংশ নেন, সোনার দেশ সম্পাদক অধ্যাপক ফজলুল হক, সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী, বিশিষ্ট কবি ও ব্যাংকার আরিফুল হক কুমার, সাংবাদিক হাসান মিল্লাত, চলচ্চিত্র নির্মাতা আহসান কবির লিটন, উৎসব পরিচালক এফএমএ জাহিদ, চলচ্চিত্র পরিচালক পারভেজ আমিন, চিলড্রেন ফিল্ম সোসাইটি রাজশাহীর সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আহমেদ মাহফুজ প্রমুখ।
এ উৎসব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রথম দিনে চিলড্রেন ফিল্ম ফেস্টিভালের লোগো ফিল্মসহ চারটি ফিল্ম দেখানো হয়। রাজশাহীর শিশুদের পাশাপাশি সব বয়সের দর্শকরা ফিল্ম ফেস্টিভালে উপস্থিত হয়ে রাজশাহীর শিশুদেও নির্মিত ফিল্ম উপভোগ করে।