
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু উদ্বোধন করতে আজ সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সিলেট বিভাগীয় নগরী সেজেছে নতুন সাজে। প্রতিটি স্থানে বিরাজ করছে উৎসবের আমেজ।
শুক্রবার বেলা সোয়া ১২টায় সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর পর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। ২০১৩ সালের জুন মাসে প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে এ স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার কাজ শুরু হয়।
আজ সুধী সমাবেশে বক্তব্য রাখবেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।