পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ নগদ এবং বাকী ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
শেয়ার বিভাগের কর্মকর্তা আলফাজ উদ্দিন অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছে।
কোম্পানির হিসাব অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭ টাকা ৭৯ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৩ টাকা ৬৪ পয়সা।
বার্ষিক সাধারণ সভা বা এজিএমের তারিখ নির্ধারিত হয়েছে ২৮এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০মার্চ।
উল্লেখ্য কোম্পানিটি ২০১২ সালে শেয়ারহোল্ডারদেরকে ১৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এর মধ্যে ১২৫ শতাংশ নগদ এবং বাকী ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ২৩ দশমিক ৭।
এমআরবি/