জুন-আগস্টের মধ্যেই জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাশি ঘাট পর্যন্ত ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
বুধবার জাতীয় প্রেসক্লাবে রংপুর বিভাগ সমিতি আয়োজিত ‘রংপুর উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আশ্বাস দেন।
তিনি বলেন, রেল সেতু না হওয়া পর্যন্ত এখানে ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে। রংপুর বিভাগ সমিতি যদি এভাবে সব সময় সাহায্য করে তবে এই সরকারের অধীনেই রংপুরে উন্নয়ন করা সম্ভব।
রংপুর বিভাগের লোকদের সহায়তা করা সম্পকে তিনি বলেন, রংপুর বিভাগের উন্নয়নের জন্য সব সময় চেষ্টা করছি। আজও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ জনের ভর্তিসহ ১২ জনের জন্য তদবির করতে হয়েছে। সবাই রংপুর বিভাগ থেকে এসেছে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মোতাহের হোসেন (এমপি), নুরুজ্জামান আহমেদ(এমপি), রুহুল আমীন (এমপি) প্রমুখ।
জেইউ