ট্রাস্ট ব্যাংকের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

trust bank dividend declaration

trust bank dividend declarationব্যাংকিং খাতে মৌসুমের প্রথম লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।  ব্যাংকটি ২০১৩ সালের জন্য  ১২ শতাংশ  বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদ লভ্যাংশের এ প্রস্তাব অনুমোদন করে। পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত হিসাববছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে মাত্র ৮৫ পয়সা। আগের বছর ব্যাংকটি শেয়ার প্রতি ৫৫ পয়সা আয় করেছিল। সে বছর ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

আগামি ২২ মে আর্মি গলফ ক্লাবে  ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।