
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া পরে তাদের একজনকে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনা- পুরো বিষয়টিতে গোপন কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের কারামুক্তি উপলক্ষে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি চন্দ্রিমা উদ্যানে যান।
এসময় মির্জা ফখরুল জেএমবি আসামি ছিনিয়ে নেওয়া, পরে ক্রসফায়ারে দেওয়াসহ পুরো বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, আসামিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার ছিল, প্রিজন ভ্যানটিতে তা ছিল না। এটি সরকারের চরম বর্থ্যতা। পরবর্তী সময়ে একজন আসামিকে ধরে আবার ক্রসফায়ারে দেওয়া হলো। এ ক্রসফায়ারের ফলে মানুষের মনে প্রশ্ন জেগেছে, এর ভেতর কী লুকিয়ে ছিল? ক্রসফায়ার দেওয়া মানে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা।
এমআর/কেএফ