
ঝিনাইদহের মহেশপুর সড়ক থেকে অবৈধ আলমসাধু, নসিমন, করিমন বন্ধে আদালতের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মহেশপুর অটো টেম্পু মিশুক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা অটো টেম্পু মিশুক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবুল কাশেম। এ সময় বক্তব্য রাখেন- আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, অটো টেম্পু মিশুক শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল জলিল, হাফিজুর রহমান বেঙ্গু, ফজর আলী প্রমুখ।
কেএফ