সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ারফার্মা

  • mukto rani
  • February 21, 2014
  • Comments Off on সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ারফার্মা
Square_Pharmaceuticals

Square_Pharmaceuticalsঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্থান করে নিয়েছে ওষুধ ও রসায়ন খাতের স্কয়ারফার্মা। কোম্পানিটির সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া সাপ্তাহিক লেনদেনে স্থান করে নিয়েছে ব্যাংক বহিভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা, জ্বালানি ও বিদ্যুৎ এবং যোগাযোগ খাতের কোম্পানি।

বিশ্লেষকদের মতে, এসব কোম্পানি সর্বশেষ প্রান্তিকে ভালো মুনাফা এবং ব্যাবসায়িক কার্মকান্ড ভালো করেছে। এছাড়া বেশ কিছু কোম্পানি সমাপ্ত অর্থ বছরে ভালো লভ্যাংশ ঘোষণা করেছে। এতে এসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

এছাড়া লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানির লেনদেন বেড়েছে ৪ দশমিক ৬২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেন বেড়েছে ১ দশমিক ৭২ শতাংশ, চতুর্থ স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়ামের ৩ দশমিক ৮৭ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৩ দশমিক ৩৮ শতাংশ, ৬ষ্ঠ স্থানে থাকা যমুনা অয়েলের ২ দশমিক ৯৫ শতাংশ, সপ্তম স্থানে থাকা সাউথইস্ট ব্যাংকের ২ দশমিক ৭৯ শতাংশ, অষ্টম স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইনান্সের ২ দশমিক ৬৬ শতাংশ, নবম স্থানে থাকা এএফসি এগ্রো বায়োটেকের ২ দশমিক ৫৮ শতাংশ এবং দশম স্থানে থাকা ২ দশমিক ২০ শতাংশ লেনদেন বেড়েছে।

এসএ/এমআরবি/