সূচকের ঊর্ধ্বমুখীতে চলছে লেনদেন

dse_dsbi_indexসূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন চলছে বুধবার। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বেলা সাড়ে এগারটায় ডিএসই প্রধান সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক বেড়েছে ৮৩ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ২১১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এই সময়ে। লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। আর দর কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৬৫ লাখ টাকা।

এসময়ে ডিএসইএক্স সূচক অবস্থান করে ৪ হাজার ৭১০ পয়েন্টে। ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৬৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬০৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

এমআরবি/